বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) দেশের একমাত্র টেক্সটাইল টেকনোলজির জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। রাজধানীর তেজগাঁও এ অবস্থিত কলেজ অব টেক্সটাইল টেকনোলজি কে ২০১০ সালের ২২ডিসেম্বর এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টি এক যুগে পদার্পণ করলো। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২২ই ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় সে হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, কবুতর উড়ানো এসব কার্যক্রম সম্পন্ন করা হয়।
বিকেলে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ফানুস উড়ানো, সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পালিত হয় দিবসটি। সর্বশেষ বারবিকিউ পার্টির মাধ্যমে শেষ হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলো বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ জয়।
Leave a Reply