প্রতিবেদকঃ ইমতিয়াজুল ইসলাম ইফফান
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে আজ (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের শুরুতেই ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুটেক্স ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জয়ের নেতৃত্বে বুটেক্স ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ এর উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাথে নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে নবগঠিত কমিটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য মহোদয় নবগঠিত কমিটিকে শুভকামনা জানান এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যানে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, বুটেক্সে যেহেতু ছাত্র সংসদ নেই, সে কারণে ছাত্রলীগ ছাত্র সংসদের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগকে সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply