রিপোর্টার: মোঃ ইমতিয়াজুল ইসলাম
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট- ২০২২ টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্রিকেট দল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুটেক্স অধিনায়ক রতন মিয়া। প্রথম ইনিংসে ৭ ওভারে ১২১ রান সংগ্রহ করে বুটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রতন মিয়া। ১২ বলে তার সংগ্রহ ৪৪ রান।
১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারে ১১১ রানে থেমে যায় শান্ত মারিয়ামের ইনিংস। শান্ত মারিয়ামের পক্ষে সর্বোচ্চ রান করেন আব্দুল মোতালেব।
বুটেক্সের বোলারদের বোলিং জাদুতে শেষ ওভারের আগেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় দলের বিজয়।বুটেক্সের পক্ষে রতন মিয়া ২টি উইকেট নেন। এছাড়া পুলক ভূইয়া, কামরুজ্জামান তন্ময় এবং ফারহান ইসলাম প্রত্যেকেই একটি করে উইকেট নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান এবং দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বুটেক্স অধিনায়ক রতন মিয়া।
Leave a Reply