নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠিত হল অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস অব বাংলাদেশের (এওপিটিবি) ইফতার ও দোয়া মাহফিল। আজ রোববার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম।
সংগঠনটির সভাপতি ইঞ্জিঃ এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ূব নবী খান, বুটেক্সের প্রক্টর অধ্যাপক ড. জুলহাস উদ্দিন, আইইবির টেক্সটাইল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ আসাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ট্রু ফেব্রিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিঃ কামাল উদ্দিন আহমেদ, শেলশাম ট্রেডিং কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিঃ সাখাওয়াত হোসেন, কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ জিয়াউর রহমান মুকুল, সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে এওপিটিবির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply