প্রতিবেদক-এ.বি.এম জামিল
অনুষ্ঠিত হয়ে গেলো এ্যাসোসিয়েশন অফ সার্সটেক এ্যাল্যামনাই (আশা) এর প্রথম ইফতার মাহফিল। ১৪ই এপ্রিল রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
‘আশা’ অফিসিয়ালি যাত্রা শুরুর পর এটাই তাদের প্রথম সম্মিলিত ইফতার মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সভাপতি ইঞ্জিনিয়ার বাবর পাইক(১ম ব্যাচ)। এছাড়াও উপস্থিত ছিলেন আশা’র মহাসচিব ইঞ্জিনিয়ার নাহিদ মোর্শেদ (১ম ব্যাচ), সহ-সভাপতি তানজিল চৌধুরীসহ আশা’র অন্যান্য সদস্যবৃন্দ এবং সারসটেকের প্রথম ব্যাচ থেকে সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা। সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার বাবর পাইক তার বক্তব্যে আশা’র সকলের সঙ্গে বন্ধন দৃঢ় করার আশা ব্যক্ত করেন।
Leave a Reply