মিরর ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অস্থিরতার মধ্যেই রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এর পেছনের প্রভাবক দেশের তৈরি পোশাক শিল্প। ২০২১-২০২২ অর্থবছরে শুরুর নয় মাসে বাংলাদেশ ৩,৮৬১ কোটি ইউএস ডলার আয় করেছে, যা গেল অর্থবছরের তুলনায় ৩৩ শতাংশেরও বেশি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬০১ কোটি ডলার বেশি আয় হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব জানা যায়।
ইপিবির জানায়, গত নয় মাসে তৈরি পোশাক রপ্তানি থেকেই আয় হয়েছে ৩,১৪২ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৯৪ কোটি ডলার বা ৩৪ শতাংশ বেশি। পোশাকের এ প্রবৃদ্ধির কারণে গত ৯ মাসে এ খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ শতাংশ বা ৫০৯ কোটি ডলার বেশি রপ্তানি আয় হয়েছে বাংলাদেশের। গত জুলাই থেকে মার্চ, এই সময়ে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৩৩ কোটি মার্কিন ডলারের।
Leave a Reply