প্রতিবেদক: এ.বি.এম জামিল
যথাযোগ্য মর্যাদায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (সারসটেক) পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চ ভোর থেকে নানা কর্মসূচি পালিত হয়।
ভোর ৬টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাদের বেপারীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। পরে শহীদদের আত্নার মাগফিরাতের কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply