প্রতিবেদক: এ.বি.এম জামিল
প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সারসটেক)। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) কলেজ অডিটোরিয়ামে একাদশ ব্যাচের শিক্ষার্থীদের বরন করে নেয় শিক্ষক-শিক্ষার্থীরা ।
অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরনামূলক বক্তব্য দেন অতিথিরা। পর নবীনদের ক্যাম্পাসের ল্যাব ঘুরিয়ে দেখান শিক্ষকরা। সবশেষে ক্যাম্পাসের একমাত্র সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাসের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply