মিরর ডেস্ক
ব্যাংককে চিকিৎসাধীন প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাসির উদ্দিন মারা গেছেন। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মোঃ নাসির উদ্দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আগামী ২ মার্চ তার মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আসার কথা রয়েছে। মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ইপিজেডে এবং দ্বিতীয় জানাজা হবে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে।
মোঃ নাসির উদ্দিন ১৯৯৬ সালে চট্টগ্রামে স্থাপন করেন প্যাসিফিক জিন্স, যা পরবর্তীতে সেশের অন্যতম বড় ডেনিম পোশাক রপ্তানিকারক কারখানায় রূপ নেয়। নাসির উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার- ২০২০, সেরা ব্যবসায়ী পুরস্কারসহ ২৪টি জাতীয় রপ্তানিকারক পুরস্কার, ৩ বার এইচএসবিএস বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া তিনি ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন।
Leave a Reply