প্রতিবেদকঃ মোঃ আল-আমিন
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ সোলাইমানের নির্দেশনায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে “শীতবস্ত্র উপহার বিতরণ – পিটেক ২০২২” সম্পন্ন হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় পিটেক কেন্দ্রীয় মাঠে চলে এই কর্মসূচি। শুরুতেই ইঞ্জিনিয়ার জাহিদ মাহমুদ (প্রভাষক) এবং ইঞ্জিনিয়ার আসিফ হাসান (উপদেষ্টা) কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা গরিব অসহায় মানুষের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেন। শিক্ষার্থীরা এই উদ্যোগের শুরু থেকেই পাশে থাকায় সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব সহ অন্যান্য শিক্ষগণকে ধন্যবাদ জানান।
এর আগেও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগ মানবতার দেওয়াল, ক্যারিয়ার সেমিনারসহ অন্যান্য কাজ করে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে বুটেক্স অধিভুক্ত সবচেয়ে ঐতিহাসিক এবং সমৃদ্ধ এই ইঞ্জিনিয়ারিং কলেজটি।
এই কাজে সহযোগিতার জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান দায়িত্বে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা।
Leave a Reply