এ.বি.এম জামিল, সারসটেক প্রতিনিধি
ভাষার মাস উপলক্ষে বরিশালের শহীদ আবদূর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (সারসটেক) অনুষ্ঠিত হল ‘অনলাইন অন্তঃক্যাম্পাস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২’। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করে সারসটেক ডিবেট ক্লাব। এতে অংশ নেয় মোট আটটি দল। চ্যাম্পিয়ন হয় নবম ব্যাচের ‘অদম্য ৭১’। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মাহমুদুল হাসান, রাসেল মিয়া ও শুভ রানা। আর রানার আপ দল কপোতাক্ষ (অষ্টম ব্যাচ)। এই দলের সদস্যরা হলেন আবু শাহাদাত নাঈম, এবিএম জামিল ও সাজ্জাদ শৈশব। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন অষ্টম ব্যাচের সাজ্জাদ শৈশব।
ভাষার মাস উপলক্ষে বিতর্ক প্রতযোগিতাটি আয়োজন করা হয়, যেখানে শুদ্ধ বাংলার চর্চাকে উৎসাহিত করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ আবদুল কাদের বেপারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের চিফ ইন্সট্রাক্টর মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম এম আয়ুব হুসাইন সহ অন্যান্য শিক্ষকরা।
Leave a Reply