প্রতিবেদকঃ মো. মহিবুল্লাহ
বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রথমবার কোনো জাহাজ সরাসরি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সোমবার (৭ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৩টায় চট্টগ্রাম বন্দর থেকে সোঙ্গা চিতা নামের জাহাজটি ইতালির উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রান্সশিপমেন্ট ছাড়া সরাসরি মাত্র ১৬ দিনে গন্তব্যে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ইতালির মধ্যে নতুন এই সরাসরি শিপিং রুট প্রায় ২৪ দিন পরিবহন সময় কমিয়ে আনবে। এতে খরচ কমবে ৪০ শতাংশ।
সোঙ্গা চিতার রপ্তানি পণ্যের প্রায় ৯৮ শতাংশ তৈরি পোশাক এবং বাকি ২ শতাংশ হস্তশিল্প, চামড়া এবং পাটজাত পণ্য। এর আগে গেলো শনিবার প্রায় ন’শ কনটেইনার নিয়ে ইতালি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে এমভি সোঙ্গা চিতা। এর দুদিনের মধেই সোমবার প্রায় এক হাজার কনটেইনার নিয়ে ইতালি যাত্রা শুরু করলো জাহাজটি, যা চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
আগে চট্টগ্রাম থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা বন্দরে রপ্তানি পণ্য পাঠানো হতো। সেখান থেকে পুনরায় বড় জাহাজে সেগুলো ইউরোপ আমেরিকায় যেতো। এর ফলে শুধু সময়-ই বেশি লাগতো না, গুনতে হত অতিরিক্ত অর্থও।
Leave a Reply