বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে চতুর্থ শিল্পবিপ্লবঃ সুবিধা, চ্যালেঞ্জ ও সুপারিশ শীর্ষক সেমিনার অনুষ্ঠানটি হয়েছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন বাংলাদেশ- আইইবির টেক্সটাইল ডিভিশন।
আইইবির টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে দেশের পোশাক খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির প্রো ভিসি প্রফেসর ড. আইয়ুব নবী খান। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, অকোটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ আব্দুস সোবহান, কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ জিয়াউর রহমান মুকুলসহ আইইবির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা স্বতন্ত্র বিসিএস টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের দাবি জানান। বিষয়টিকে সংসদে উপস্থানের আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী।
Leave a Reply