মিরর ডেস্ক
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেস্ট ইনডেন্টিং সার্ভিস এক্সপোর্টার্স এ্যাওয়ার্ড-২০২০ পেলো কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড। গেলো ২৯ নভেম্বর (সোমবার) রাজধানীর একটি হোটেলে ১১ প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয় বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এ্যাসোসিয়েশন (বিআইএএ)। প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বিআইএএ সভাপতি রফিকুল ইসলাম মাসুম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহ-সভাপতি এএইচএম আহসানসহ আরও অনেকে।
২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থবছরে টেক্সটাইল পণ্যসহ বিভিন্ন কাঁচামাল ইনডেন্ট করে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করায় প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা দেয় বিআইএএ। এ বছর কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের অবস্থান সপ্তম। কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড এমএজেড গ্রুপের একটি প্রতিষ্ঠান যারা মূলত দেশের বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরিতে ডাইজ ও কেমিক্যালস সরবরাহ করে। এছাড়া কালার স্টাইলের সাথে পুরস্কার পেয়েছে গ্রুপের আরেক সহযোগী প্রতিষ্ঠান জেডএম কর্পোরেশন। কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ জিয়াউর রহমান মুকুল ও জেডএম কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহেরুন নেসা আলাদা আলাদাভাবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
Leave a Reply