দিবাকর সজীব
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) হয়ে গেলো প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নবনির্মিত বঙ্গবন্ধু ভবনের নিচতলায় বুটেক্সের সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করে এই প্রদীপ প্রজ্বলন উৎসবের। এসময় হয় গীতা প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল মেশিন ডিজাইন এন্ড মেইনটেন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক অনুপম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ২২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী পলাশ মল্লিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব এবং সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম লিংকন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রক্ষ্মচারী বক্তব্য প্রদান করেন।
গীতা কনটেস্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। গীতা কনটেস্টে প্রথম স্থান অধিকার করেন ৪৩তম ব্যাচের নবমী রানী চৈতি, ২য় স্থান অধিকার করেন সৌরভ রায় (৪৬তম ব্যাচ) ও ৩য় স্থান অধিকার করেন প্রিয়াংকা সরকার (৪৪তম ব্যাচ)।
পরে ভজন, নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply