মিরর ডেস্ক
ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ- নিটারের চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দেবার পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থী। জানা যায়, গতকাল বিকেলে গভর্নিং বডির কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার কাজী আব্দালিব। এই খবর পাওয়ার পরপর সন্ধ্যায় আনন্দ মিছিল বের করে আশুলিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এর আগে উপদেষ্টা ড. মিজানের পদত্যাগ, উপদেষ্টা পদ বাতিলসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন নিটার শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতভর অবরুদ্ধ করে রাখা হয় অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তাদের। এরপর উপদেষ্টা ও রেজিস্ট্রার পদত্যাগ করলে থামে শিক্ষার্থীদের আন্দোলন।
Leave a Reply