মিরর ডেস্ক
চট্টগ্রাম টেক্সটাইল ইন্সটিটিউটে দুই জেলার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল (৮ নভেম্বর) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের গতকাল চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী ও কুমিল্লা জেলার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় চট্টগ্রাম টেক্সটাইল ইন্সটিটিউট কর্তৃপক্ষ থানায় মামলা করলে ১৩ শিক্ষার্থীকে আজ গ্রেফতার করে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিঃ ফারুক আহম্মদ। এ ঘটনার পর ক্যাম্পাস ও হলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে নোটিস দিয়েছে ইন্সটিটিউট কর্তৃপক্ষ। আর জড়িতদের ছাত্রত্ব বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ইন্সটিটিউট অধ্যক্ষ ইঞ্জিঃ ফারুক আহম্মদ।
Leave a Reply