নিজস্ব প্রতিবেদক
চেন্নাইয়ে চিকিৎসাধীন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজীব চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস অব বাংলাদেশ (এওপিটিবি)। গেল কয়দিন ধরেই সজীবের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করছিলেন তার বন্ধুরা। এতে এগিয়ে এসেছেন সজীবের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, জুনিয়র, শিক্ষকসহ অসংখ্য মানবিক হৃদয়ের মানুষ। এবার সংগঠন হিসেবে এগিয়ে এলো এওপিটিবি। সামাজিক যোগাযোগ মাধ্যেমে সজীবকে নিয়ে পোস্ট করেন এই প্রতিবেদক। সেই পোস্ট দেখার পর যোগাযোগ করেন অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস অব বাংলাদেশের (এওপিটিবি) সভাপতি ও ইউনিফিল গ্রুপের অপারেশন জিএম ইঞ্জিঃ এস.এম. আব্দুর রহমান। সংগঠনের অন্য সদস্যদের সাথে কথা বলে সজীবের চিকিৎসার জন্য দেন ৫৫ হাজার টাকা। আজ তার স্ত্রীর ব্যাংক হিসাবে সেই টাকা জমা দেন এওপিটিবি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ইঞ্জিঃ এস.এম. আব্দুর রহমান টেক্সটাইল মিররকে বলেন, “অর্থের অভাবে একজন টেক্সটাইল প্রকৌশলী মারা যাবে সেটা হতে পারে না। জুনিয়রদের প্রতি দায়বদ্ধতা থেকেই এগিয়ে আসা। তাছাড়া সংগঠন হিসেবে অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস অব বাংলাদেশ (এওপিটিবি) সব সময় আর্তমানবতার পাশে থাকবে, সেটাই আমাদের অন্যতম একটা উদ্দ্যেশ্য ছিল।” অসুস্থ সজীবের পাশে দাঁড়ানোয় এওপিটিবিকে ধন্যবাদ জানায় তার পরিবার।
Leave a Reply