ফরমান হোসেন
কয়েক দফা বৈঠকের পর অবশেষে হল ও ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিলো বুটেক্স। স্বাস্থ্যবিধি মেনে আগামী ৭ অক্টোবর খুলতে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হল গুলো। আর ক্লাস শুরু হবে ১৭ অক্টোবর থেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শাহ আলীমুজ্জামান বেলাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ৪৩ এবং ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। একজন শিক্ষার্থীকে হলে উঠতে হলে নিম্নোক্ত বিষয় গুলো মেনেই হলে উঠতে হবে-
১) প্রত্যেক শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে।
২) কমপক্ষে এক ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ থাকতে হবে।
৩) হলে কোনো প্রকার গণরুম প্রথা থাকবে না।
তবে ১৭ অক্টোবর থেকে ক্যাম্পাস খুললেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা স্বশরীরে শুধুমাত্র বিভিন্ন ল্যাবে অংশ নিতে পারবে। আর তাত্ত্বিক ক্লাসসমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে।
Leave a Reply