মিরর ডেস্ক
এ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দিবে ইপিলিয়ন গ্রুপ। ঢাকায় অবস্থিত ফ্যাক্টরিটির করপোরেট অফিসের জন্য এই লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম: এ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার
পদসংখ্যা: ২ জন
কাজের ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বুটেক্স, বিইউএফটি কিংবা স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৮-৩০ বছর
স্যালারি: আলোচনা সাপেক্ষে
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এক কপি ছবি সহ ফ্যাক্টরিটির হেড অফিসে এইচআর, এ্যাডমিন ও সিএসআর বিভাগে সিভি পাঠাতে পারে। এছাড়া ই-মেইল করেও সিভি পাঠাতে পারেন।
ই-মেইলঃ career@epylliongroup.com
আবেদনের শেষ সময় ৫ অক্টোবর, ২০২১
করপোরেট অফিসের ঠিকানাঃ
ইপিলিয়ন গ্রুপ, ২২৭/এ তেজগাঁও-গুলশান লিংক রোড (নিনাকাব্য), লেভেল ১২.
Leave a Reply