নিজস্ব প্রতিনিধি
অল ওভার প্রিন্টিংয়ে মাসিক সর্বোচ্চ উৎপাদন হওয়ায় কর্মীদের জন্য ভূরিভোজের আয়োজন করে মন্ডল গ্রুপের ফ্যাক্টরি নীটেক্স ড্রেসেস। গেল আগস্ট মাসে ফ্যাক্টরিটির উৎপাদন হয় ৫৫০ টনেরও বেশি যা আগের যেকোন মাসের চেয়ে সর্বোচ্চ। আর তাতেই উৎসবে রূপ নেয় ফ্যাক্টরির পরিবেশ। কর্মীদের জন্য গরু ও খাসি জবাই করে দুপুরের খাবারের আয়োজন করে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট।
মন্ডল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালিউল ইসলাম স্বপনের নির্দেশনায় প্রায় ৫০০ মানুষের ভুরিভোজের আয়োজন করা হয়। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রণব কুন্ডু। ভুরিভোজে ফ্যাক্টরির সব স্তরের কর্মীরা অংশ নেয়। এমন আয়োজন কর্মীদের কাজের স্পৃহা অনেকাংশে বাড়িয়ে দিবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply