মিরর ডেস্ক
এক অফিসে দুই টিম। ব্রাজিল আর আর্জেন্টিনা। দু’দলের মধ্যে লড়াইটাও জমেছিল বেশ। আর্জেন্টিনাকে ৭-২ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। হান্টসম্যান-সুইসকালারস অফিসের সহকর্মীদের মধ্য অনুষ্ঠিত হলো ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা নিজ নিজ পছন্দের দলের জার্সি গায়ে জড়িয়ে খেলায় অংশ নেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নং সেক্টর কল্যান সমিতি মাঠে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে ৭-২ গোলে হারিয়েছে ব্রাজিল।
ব্রাজিল সমর্থকদের পক্ষে হ্যাটট্রিক ৪ গোল করেন আব্দুল্লাহ আল মামুন সিনিয়র। এছাড়া সাদ্দাম জুনিয়র করেন ২ গোল ও সবুজ করেন ১ গোল । আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে ১টি করে গোল করেন সোহেল এবং রানা ।
‘শরীরের ক্লান্তি, অবসাদ, মস্তিষককে চাপমুক্ত রাখতে প্রতি সপ্তাহে আমরা খেলাধুলা করি”- টেক্সটাইল মিররকে বলেন সুইস কালারস বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার আরফান আলী প্রামাণিক। ” আর অফিস এতে আমাদের সব রকম সহযোগিতা করে” যোগ করেন তিনি।
Leave a Reply