মিরর ডেস্ক
জামালপুর অর্থনৈতিক অঞ্চলে দুটি শিল্প-কারখানা স্থাপন করতে যাচ্ছে কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড নামের একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তুরস্ক ভিত্তিক কেমিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেসাস কেমির সাথে যৌথ উদ্যোগে শিল্প-কারখানা দুটি স্থাপন করবে কালার স্টাইল। এজন্য জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কালার স্টাইল বাংলাদেশকে ছয় একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
গেলো মঙ্গলবার (২৪ আগস্ট) বেজা কার্যালয়ে বেজা ও কালার স্টাইলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে রেসাস কেমি বাংলাদেশ লিমিটেড শিল্প কেমিকেল ও এমএজেড টেক্সটাইল লিমিটেড রপ্তানিমুখী নিট পোশাক উৎপাদনে যাবে।
এই প্রকল্পে কালার স্টাইল মোট বিনিয়োগ করছে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, ২০১৬ সালে জামালপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ৩০২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। জামালপুর সদরে ৪৮৮ একর জমির ওপর এ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যাতে তৈরি পোশাক ছাড়াও হালকা প্রকৌশল, খাদ্যসামগ্রী তৈরি ও রপ্তানি করা হবে।
Leave a Reply