ফরমান হোসাইন
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) শিক্ষার্থী ফয়সাল আহমেদ। নিহত ফয়সাল ৪৪তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
জানা যায়, গত ৯ আগস্ট থেকে জ্বর আসে ফয়সালের। আজ সকালে ডায়রিয়া আর বমি হয়। তার কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে রাজধানী ডিএনএনসি হাসপাতালে ভর্তি করে স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত ফয়সাল। পরে স্যালাইন দিয়ে হাসপাতালের সাধারণ বেডে তাকে রাখা হয়। এর ঘন্টাখানেকের মধ্যে জ্ঞান না ফেরায় হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ বিকেল ৪ টা নাগাদ ফয়সাল শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নিজ গ্রাম ফেনীতে (পূর্ব রামপুর, হাফেজ উকিল বাড়ি,১৭ নাম্বার ওয়ার্ড) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে তাকে ফেনীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফয়সালের পরিবারে দুই বোন আর বাবা-মা আছে।
Leave a Reply