মিরর ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাফতুন আলম খোকন। আজ (শনিবার) ভোর ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কবি মাফতুন আলম খোকন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী এবং তৎকালীন টেকসুর সাধারণ সম্পাদক ছিলেন। সবশেষ তিনি দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মাঝে। প্রোকৌশলী মাফতুন আলমের গ্রামের বাড়ি বগুড়া এবং তার একমাত্র একমাত্র কন্যা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
Leave a Reply