দিবাকর সজীব
নর্দান তসরিফা গ্রুপের অধীনস্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটিডের নতুন নীটিং ফ্লোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) নতুন এই নীটিং ফ্লোরের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, নীটিং সেকশনের সিনিয়র ম্যানেজার ফয়সাল শাহারিয়ারসহ আরও অনেকে। এর মাধ্যমে ৩৫টি সার্কুলার নীটিং মেশিনের সাথে আরও ৫টি নতুন মেশিন যোগ হলো এই নীট কম্পোজিট কোম্পানিটিতে।
(ছবিঃ সংগৃহীত)
Leave a Reply