নিজস্ব প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর অবশেষে বুটেক্সে অনলাইনে শুরু হল সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আজ সোমবার (৩১ মে) ৪৫তম ব্যাচের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম থেকে জুমের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করেন দায়িত্বরত শিক্ষকরা। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা খাতায় প্রশ্নপত্র অনুযায়ী লিখার পর সেটি পিডিএফ ফরম্যাটে রুপান্তর করে নির্ধারিত সময়ের মধ্যেই মেইল করছেন শিক্ষকদের কাছে। আর পরীক্ষার পুরোটা সময় শিক্ষার্থীরা থাকছেন ক্যামেরার সামনে। ফলে কোন অসদুপায় অবলম্বনের সুযোগ থাকছে না বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক বছরের বেশি সময় ধরে কোন ধরনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা না হওয়ায় বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এছাড়া উপাচার্যের সাথে দেখা করেও একই দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। ফলে অনলাইনে অনুষ্ঠিত হলেও এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রথম দিন পরীক্ষা হবার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দেন অনেকে। কাল থেকে পর্যায়ক্রমে শুরু হচ্ছে বাকি ব্যাচগুলোর সেমিস্টার ফাইনাল।
(ছবিঃ প্রফেসর ড. হোসনে আরা বেগম)
Leave a Reply