মিরর ডেস্কঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) লিখিত পরীক্ষার জন্য তালিকা প্রকাশ করা হয়। এবার ৬০০ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ১৬৯১২ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু।
ভর্তি বিজ্ঞপ্তিতে ৯ হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হলেও তালিকা প্রকাশ করা হয়েছে প্রায় ১৭ হাজার প্রার্থীর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। প্রবেশপথ সংগ্রহের সময়সীমা ২৪শে মে থেকে ৬ই জুন পর্যন্ত।
Leave a Reply