দীপা সাহাঃ পরিধানযোগ্য প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিতে ফেব্রিক বুনন প্রক্রিয়ার সাথে ডিসপ্লে ডিভাইসগুলোকে একীভূত করে স্মার্ট ইলেক্ট্রনিক ফেব্রিক তৈরি করেছেন চীনের একদল বিজ্ঞানী। স্মার্ট এই ফেব্রিকের নাম দেওয়া হয়েছে ডিসপ্লে টেক্সটাইল। এই ধরনের স্মার্ট ইলেকট্রনিক ফেব্রিক দিয়ে তৈরি টেক্সটাইল পণ্য একটি প্রদর্শনের মতো কাজ করতে পারে যার মাধ্যমে তথ্য ব্রাউজ এবং বার্তা আদান-প্রদান করা যাবে।
বাক সুবিধা বঞ্চিতরা এই পোশাকের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে সবার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া নিজের মতামত ও দক্ষতা প্রকাশ করতে পারবেন এর মাধ্যমে।
নতুন এই আবিষ্কারটি বৈজ্ঞানিক অভিযান বা ভূতাত্ত্বিক অন্বেষণের সময় নরম পোশাকের উপরে থাকা একটি ট্যাবের মাধ্যমে সঠিক সময়ে অবস্থানের তথ্য প্রদর্শন করবে এবং ম্যাপযুক্ত নেভিগেশন দ্বারা এটি পরিচালিত হবে।
গবেষক দলের প্রধান ফুদান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পেং হুইশং বলেন, এই ফেব্রিকটি বেশ নমনীয় এবং মেশিন ওয়াশযোগ্য। এটির ব্যবহারিক প্রোয়োগের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।
সূত্রঃ চাইনা নিউজ
Leave a Reply