ফরমান হোসাইন
চট্টগ্রামের কাপ্তাইয়ে বন্য হাতীর আক্রমণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত অভিষেক পাল(২১) ৪৫তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টায় কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর বন্ধু সাদমান সোবহান উদয় টেক্সটাইল মিররকে জানান, ৬ বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে স্থানীয় গাড়ীতে করে রাঙ্গামাটির উদ্যোশে রওনা হলে পথিমধ্যে ২টা হাতির মুখোমুখি হয়। অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। গাড়িতে থাকা বাকি বন্ধুরা নিরাপদে আছেন।
কাপ্তাই স্বাস্হ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়।
নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে। তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রামগঞ্জ হলেও পরিবারের সবাই ফেনীর মাস্টারপাড়ায় বসবাস করে বলে জানা গেছে।
Leave a Reply