নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের শেষ দিকে কেমিক্যাল কোম্পানি আসুটেক্সকে কিনে নিয়েছে ইতালি ভিত্তিক বহুজাতিক কেমিক্যাল কোম্পানি বোজেটো গ্রুপ। তবে বিক্রি হলেও আসুটেক্সের নিজস্ব মার্কেটিং কৌশলেই চলবে এই কোম্পানিটি। সম্প্রতি বোজেটো গ্রুপের বাংলাদেশ প্রধানের দায়িত্ব নিয়ে টেক্সটাইল মিররকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান ইঞ্জিঃ নাজমুছ সাদাত। তিনি বলেন, “আসুটেক্স তাদের নিয়মেই চলবে। তবে বোজেটো গ্রুপের প্রধান হিসেবে আমি দুই কোম্পানির সমন্বয় করব।”
নাজমুছ সাদাত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সবশেষ আসুটেক্সে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এরপর গত মাসে বোজেটো গ্রুপের বাংলাদেশ প্রধানের দায়িত্ব নেন ইঞ্জিঃ নাজমুছ সাদাত।
Leave a Reply